টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে, বাতিলের খবর ভিত্তিহীনঃ আইসিসি

নিউজ ডেস্ক »

বেশ কয়েকদিন ধরে প্রতিবেদনে বলা হচ্ছিল করোনা মহামারীর কারণে এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে আয়োজন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি। এই খবরটি অস্বীকার করে আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, নির্ধারিত সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে।

আগামী বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভা বসবে যেখানে মহামারী পরবর্তী করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও এই সভায় নির্ধারিত হবে।

আইসিসির একজন মুখপাত্র বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি আইসিসি। পরিকল্পনা অনুসারে আসরটি আয়োজনের প্রস্তুতি চলছে।’

‘বিষয়টি আগামীকালের আইসিসি বোর্ড সভার আলোচ্যসূচিতে রয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ – সাথে যোগ করেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »