নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে চার নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। এমনটাই ঈঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার।
সাকিবের চারে ব্যাটিং করার ব্যাপারটা মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে ভাবনায় আসে নির্বাচকদের। সেখানে ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই চার নম্বরে ব্যাটিংয়ে নামতে দেখা যায় সাকিবকে।
সাকিবকে চার নম্বরে ব্যাটিং করানো প্রসঙ্গে ক্রিকবাজকে বাশার বলেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করছি। সিপিএলে সে চার নম্বরে ব্যাটিং করেছে এবং সফল হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটেও সে যেটা দরকার, সেটাই করবে।’
তিনি আরও বলেন, ”আমরা যখন তার সাথে কথা বলেছি, তিনে বা চারে যেখানেই সে নামুক তাতে তার কোনও সমস্যা নেই। সাকিব যেকোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত। সে সবকিছুই অন্যভাবে দেখে। দলের জন্য কিছু করতে পারলে খুশি হয়। আমার মনে হয়, অস্ট্রেলিয়াতে সে চার নম্বরে ব্যাটিং করবে।’
জাতীয় দলে চার নম্বরে নেমে এখন পর্যন্ত ৪০টি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ২৮.৭২ গড়ে ও ১২২.৩৬ স্ট্রাইক রেটে ১০৩৪ রান করেছেন তিনি। ২০১৯ সালে পাওয়া নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে তিনে নেমে ২৫ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ১১১.৬৮ স্ট্রাইক রেটে ৪৭৮ রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন মাত্র একটি।