নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ। আজ (৫সেপ্টেম্বর) বাছাইপর্বের ফাইনালে উঠার সাথে সাথে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছেন জাহানারা-সালমারা। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া, এ বিশ্বকাপে নবম দল হিসেবে জায়গা করে নিলো বাংলাদেশ।
বাছাইপর্বের ফাইনালে উঠলেই মূল পর্বের টিকিট নিশ্চিত এমন সমীকরণে, সেমিতে আইরিশদের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। সেই ম্যাচটি ৪ উইকেটে জিতে নিয়ে, বাছাই পর্বের ফাইনালে উঠার সঙ্গে সঙ্গে বিশ্বকাপের মূল পর্বেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলার মেয়েরা। বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে ২০ ওভারি ম্যাচে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের মেয়েরা।
সহজ এই লক্ষ্য তারা করতে নেমে, ৪ উইকেট এবং ৯ বল হাতে রেখেই জিতে নেয় বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে সেমিতে উঠে সালমা খাতুনের দল। আর এবার শেষ চারের বাধাও অনায়াসে পার করলো বাংলাদেশের মেয়েরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছিলো আইরিশরা। দলীয় ৬ রানেই হারিয়ে বসে দুই ওপেনারকে। পরে আর শুরুর এই ধাক্কা সামাল দিতে না পেরে নির্ধারিত ২০ ওভারে ৮৫ রান করতে সক্ষম হয় তারা। ফাহিমা খাতুন ৩ আর জাহানারা, সালমা,নাহিদা ও রিতু মনিরা ১ উইকেট নেওয়ার সাথে সাথে করেন নিয়ন্ত্রিত বোলিং। বিপরীতে ব্যাট করতে নেমে বাংলাদেশও পড়েছিলো ব্যাটিং বিপর্যয়ে। দলীয় ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের মেয়েরা। পরে অবশ্য সানজিদা ইসলামের ব্যাটিং দৃঢ়তায় শুরুর ধাক্কা সামাল দিয়ে ম্যাচটি নিজেদের করে নেয় বাংলাদেশের মেয়েরা। সানজিদা ৩২, রিতু ১৫ ও জাহানারার ৬* রান তুলে ম্যাচ জয়ে অবদান রাখেন।