টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন কারিনা কাপুর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের জমজমাট আসর ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যে দিন গননা শুরু হয়ে গেছে সাথে প্রতিটি দল তাদের পরিকল্পনা ও সাজাচ্ছে। তবে আজ দেখা মিললো ‘আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ’ ট্রফির। ট্রফিটি উন্মোচন করেছেন কারিনা কাপুর খান।

আগেই এ নিয়ে গুঞ্জন ওঠে, তবে তা এখন সত্যিতে পরিনত হলো। ট্রফি উন্মোচনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে রওনা দিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

আজ শুক্রবার (১ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন বেবো। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কারিনা ট্রফি উন্মোচনের কয়েকটি ছবিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে- বাদামি রঙের ব্লেজারের সঙ্গে কালো ইনার এবং সঙ্গে পরেছিলেন বাদামি রঙের প্যান্ট। শুধু ট্রফি উন্মোচন নয়, গ্যালারিতে বসেও ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে বলিউডের এই তারকাকে।

পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উন্মোচন করা হয়। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। পুরুষদের টি-টোয়েন্টি শুরু হবে ১৮ অক্টোবর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

করিনা কাপুর খান এখন ব্যস্ত রয়েছেন ‘গুড নিউউজ’ ছবির কাজ নিয়ে। এতে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোশাঞ্জ। এছাড়াও বলিউডের এই অভিনেত্রীর হাতে রয়েছে ‘লাল সিং চাড্ডা’র কাজ। যেখানে তার সহশিল্পী থাকবেন আমির খান।

সূএ – বার্তা টুয়েন্টিফোর

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »