টি-টোয়েন্টিতে আসছে নতুন মুখ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের আসর। তাই আগেভাগেই প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স যে জুতসই ছিল না সেটা স্পষ্ট সবার কাছেই। তাই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে কেন্দ্র করে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বহু জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোকে। বিসিবি প্রধানের ভাষ্য মতে তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয় করতে পারবেন ডোমিঙ্গো। পাশাপাশি পাইপলাইন তৈরিতেও বেশ দক্ষ রয়েছেন এই প্রোটিয়া কোচ।

বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেন, ‘সামনে টি-২০ বিশ্বকাপ রয়েছে সেখানে কিছু নতুন চেহেলে ঢুকতে পারে। সম্ভাবনা আছে। কেননা আমাদের বিকল্প লাগবে। সেই দিক চিন্তা করলে এখনই নিচে থেকে ছেলেদের নিয়ে আসতে হবে। রাসেল ডোমিঙ্গোকে এই কাজগুলো করার জন্যেও দায়িত্ব দেয়া হয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »