নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন জাতীয় দলের পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা এবাদত হোসেন। এরপর লন্ডনে গিয়ে চিকিৎসার পর করা হয় অস্ত্রপচার। তাইতো দীর্ঘ দিন মাঠের বাইরে রয়েছেন এই ডানহাতি পেসার।
রিহ্যাভের মাধ্যমে ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করছেন। যদিও জানানো হয়েছে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে সময় লাগেব আরও ৬-৭ মাস সময় লাগবে। তবে এবাদত জানিয়েছে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে চান তিনি।
শনিবার (১৩ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের এবাদত একথা জানান। এবাদত বলেন, ‘আমি তো আশা করি বিশ্বকাপের আগেই ফিরব, ইনশা-আল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেভাবে মেডিকেল বিভাগ সাপোর্ট দিচ্ছে…রিহ্যাবটা খুব ভালো করছি। স্ট্রেংথ ফিরে পাচ্ছি। আশা করি সামনে ভালো কিছুই হবে।’
তবে মাঠে ফিরতে খুব বেশি তাড়াহুড়ো করতে চান না এ পেসার। তিনি বলেন, ‘তাড়াহুড়ো করছি না। আমি যে প্রক্রিয়া অনুসরণ করছি, খুব ভালোভাবে এগোচ্ছি। গত পরশু (বৃহস্পতিবার) আমার দুই পায়ের পেশির মাপ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোই রিকভার হয়েছে। এজন্যই মনে হচ্ছে, কষ্ট যেটা করছি সেটার ফলটা খুব ভালো পাচ্ছি।’
দীর্ঘ মাঠের বাইরে থাকায় বোলিং করতে পারছেন না। সতীর্থদের বোলিং করা দেখে খারাপ লাগে বলে জানান তিনি। এবাদত বলেন, ‘আমি খেলোয়াড়, কিন্তু খেলতে পারছি না। ওরা বোলিং করছে, ম্যাচ খেলছে। কষ্ট লাগবেই, স্বাভাবিক। মনে হয় একটু বল ধরি, একটু বোলিং করি। এজন্য সেদিন দাঁড়িয়ে একটু বোলিং করা। যদিও বোলিং করাটা এখনও শুরু হয়নি। আস্তে আস্তে দৌড়ানো শুরু করব। এরপর একটু একটু করে বোলিং।’
নিউজক্রিকেট২৪/আরএ