টি-টেন লিগে বাংলা টাইগার্স শিবিরে নতুন সংযোজন আন্দ্রে ফ্লেচার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিক থাকলে আসন্ন টি-টেন লিগে প্রথমবারের মতো বাংলাদেশী মালিকানাধীন কোন দল অংশগ্রহণ করবে আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া লিগটির ৩য় আসরে। টি-টেন লিগের ৩য় আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠ মাতাবে বাংলা টাইগার্স নামের বাংলাদেশী মালিকানাধীন দলটি।

ইতিমধ্যে দল গুছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি। লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে আইকন করে ইতিমধ্যে প্লেয়ার ড্রাফটের আগে দেশী-বিদেশীদের সংমিশ্রণে দলের গুছানোর কাজ অনেকটা সম্পূর্ণ করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।

এবার দলটি তাদের দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচারকে।বাংলা টাইগার্সকে কেন্দ্র করে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লেচার নিজেই। বাংলা টাইগার্স শিবিরে যুক্ত হয়ে উচ্ছ্বাসিত ফ্লেচার তার ভিডিও বার্তায় জানান, আমি খুব উচ্ছ্বসিত নতুন এই দলটির সাথে যুক্ত হতে পারায়। দলটি একেবারে নতুন,তাই আপনাদের সবার সমর্থন আশা করছি।

উল্লেখ্য, আগামী ১৬ই অক্টোবর টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। প্লেয়ার ড্রাফটের আগে বাংলা টাইগার্স তাদের দলে সংযোজন করেছে দেশী-বিদেশী কয়েকজন ক্রিকেটার। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, মেহেদি হাসান, ইয়াসির আলি রাব্বি ও আরিফুল হক সহ বাংলাদেশী এই ক্রিকেটারদের ইতিমধ্যে দলে ভিড়িয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি। টি-টেন লিগ চালাকালীন সময়ে ভারত সফর থাকায় পাওয়া যাবে না কোন জাতীয় দলের ক্রিকেটারকে।তাই জাতীয় দলে অনিয়মিত এই ক্রিকেটারদের নিয়ে দেশীয় কোটা পূরন করছে দলটি।

দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি ৪ বিদেশীর সাথেও ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে দলটি। আইকন থিসারা পেরেরার পাশাপাশি দলটি দলে ভিড়িয়েছে কলিন ইনগ্রাম,রবি ফ্রাইলিংককে। তাদের সর্বশেষ সংযোজন আন্দ্রে ফ্লেচার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »