টি-টেন প্লেয়ার ড্রাফটে আফিফ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তামিম-মোস্তাফিজের পর এবার আসন্ন আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশী তরুণ তুর্কী আফিফ হোসেন ধ্রুব। আসিফের টি-টেন লিগে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন কর্তৃপক্ষ।

ব্যাট হাতে সময়টা বেশ ভালোই যাচ্ছে আফিফের। দারুণ ব্যাটিংয়ে হয়ে উঠেছেন বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম সদস্য। এশিয়া কাপে ভালো করা বাঁহাতি এই ব্যাটার অনুমেয়ভাবে রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। ড্রাফট থেকে দল পেলে দ্বিতীয়বারের মতো টি-টেনে দেখা যেতে পারে আফিফকে।

বাংলা টাইগার্সের হয়ে এর আগেও একটি আসর খেলেছিলেন আফিফ, সেবার বাংলা টাইগার্সের আইকন প্লেয়ার ছিলেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন টি-টেন প্লেয়ার ড্রাফটের নিলামে উঠবে তিন বাংলাদেশী ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান ও আফিফ হাসান। এছাড়া সরাসরি চুক্তিতে বাংলা টাইগার্সের আইকন ও অধিনায়ক হয়ে খেলবেন সাকিব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »