টি-টুয়েন্টি বিশ্বকাপে রেকর্ডের হাতছানি বাংলাদেশী কিশোরী সোবহানার!

মারুফ ইসলাম ইফতি »

আসন্ন নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের কোন ম্যাচে মাঠে নামলেই বিশ্বরেকর্ড গড়বেন বাংলাদেশ জাতীয় নারী দলের কিশোরী ক্রিকেটার সোবহানা মোস্তরি।

চলতি মাসে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর।আসন্ন বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে বাংলার মেয়েরাও।বাংলাদেশ নারী দলের স্কোয়াডের সবচেয়ে বড় চমক এবার দলের সাথে
বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সোবহানা মোস্তরি নামের মাত্র ১৭ বছর বয়সের এক কিশোরী।মুলত একজন ব্যাটসমান হিসেবে খেললেও পার্টটাইম অফ স্পিনটাও খুব ভালই পারেন সোবহানা।আর তাই ১৭ বছর বয়সী এই কিশোরীর উপর আস্থা রেখেছে নির্বাচকরা।

টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের জার্সি গায়ে মাঠে নামলেই রেকর্ড বুকে নাম উঠে যাবে এই কিশোরীর।
টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলা ক্রিকেটার হবেন সোবহানা।
এর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এত কম বয়সে কেউ খেলেনি বিশ্বকাপ।এবারের আসরেও কোন দলে সোবহানার চেয়ে কনিষ্ঠ কোন ক্রিকেটার নেই।আর তাই বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচ দিয়ে রেকর্ড বুকে নিজের নাম লেখানো শুধুমাত্র সময়ের ব্যাপার সোবহানার জন্য।

এত কম বয়সে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ও রেকর্ডের সামনে দাঁড়িয়ে কেমন অনুভুতি সোবহানার,এমন প্রশ্নের জবাবে সোবহানা বলেন: অবশ্যই দারুণ ব্যাপার এটি।দেশের হয়ে বিশ্বকাপ খেলবো এটা ভাবতেও অনেক ভাল লাগছে।আমি চেষ্টা করবো আমার সাধ্যানুযায়ী দলকে সেবা দিতে।দেশের হয়ে খেলা আমার জন্য সবসময় আনন্দের।দেশবাসীর কাছে আমি আমার জন্য এবং আমাদের পুরো দলের জন্য দোয়া চাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »