টিপস দিতে গিয়ে উপহাসের পাত্র হলেন মাঞ্জরেকার

সাজিদা জেসমিন »

সাম্প্রতিক ক্রিকেটের অন্যতম একজন পেসার জাসপ্রিত বুমরাহ। তাকে নিয়ে ক্রিকেট বিশ্বে প্রায় আলোচনা হয়। সম্প্রতি তার বোলিং মূল্যায়ন করতে গিয়ে সমর্থকদের রোষানলের স্বীকার হলেন সঞ্জয় ম্যাঞ্জরেকার।

বিভিন্ন সময়ে মন্তব্যে মতবিরোধ থাকায় বিপদের মুখে পড়ার অভিজ্ঞতা বেশ পুরোনো তার। এবারো তার মন্তব্যের সাথে বিরোধিতাকারীগণ খোঁচা দিলেন তাকে।

কিউইদের বিপক্ষে ৫ম্যাচ টি-২০ সিরিজের ৩য় ম্যাচে ফলাফল সুপার ওভার পর্যন্ত গড়ালে ঐ ওভারে বল করেন বুমরাহ। ম্যাচের ফলাফল ভারতের পক্ষে হলেও, ১ ওভারে ১৭রান খরচ করায় তাকে নিয়ে মন্তব্য করেন ম্যাঞ্জরেকার। এ নিয়ে সমালোচনার পাশাপাশি টিপস দিতে গিয়ে তিনি পড়লেন সমর্থকদের রোষানলে।

ম্যাঞ্জরেকার টুইটে বলেন, ‘বুমরাহের সুপার ওভারের বোলিং দেখেছি। সে খুব চমৎকার বোলার কিন্তু আমার মনে হয়েছে সে আরও কৌশল প্রয়োগ করতে পারতো, ভিন্ন দিক থেকে চেষ্টা করতে পারতো।’

এই টুইটের পরপরই সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি। ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শুরু করেন সমর্থকরা। তারমাঝে একজন বলেন, ‘চুপ করুন, আপনি নিজেও একজন গড়পড়তা খেলোয়াড় ছিলেন।’ আরেকজন উপহাসের সুরে বলেন, ‘আপনি বুমরাহকে টিপস দিচ্ছেন? তাহলে আপনিই কি সেই ব্যক্তি, যে এই ম্যাচের আগেও বুমরাহকে টিপস দিয়েছিলেন!’

অন্য এক সমর্থক তো ম্যাঞ্জরেকারের সুরেই তাকে উপহাড করেন, ‘ম্যাঞ্জরেকারের ধারাভাষ্য শুনেছি। তিনি নিঃসন্দেহে একজন দারুণ ধারাভাষ্যকার, তবে আরও দুর্দান্ত অভিজ্ঞতা লাভের জন্য তিনি মাইক্রোফোনের “মিউট” বাটনটা ব্যবহার করতে পারেন।’

বিভিন্ন বিতর্কিত বিশ্লেষণ করে মানুষের রোষানলের মুখে পড়া ম্যাঞ্জরেকারের নিত্যাভ্যাসে পরিণত হয়েছে এমনটাও একজন মন্তব্য করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »