টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে গুজরাট-ব্যাঙ্গালুর

নিউজ ক্রিকেট২৪ »

 

আইপিএল ২০২৪ এর ৫২তম ম্যাচে আজ রাত ৮.০০ ঘটিকায় ব্যাঙ্গালুরে মুখোমুখি হচ্ছে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বনাম গুজরাট টাইটান্স। গুজরাট ১০ ম্যাচে ৪ জয়ে এখনো প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেও ১০ ম্যাচে মাত্র ৩ জয় পাওয়া ব্যাঙ্গালুরের সামনে প্লে অফে খেলার আশা নেই বললেই চলে। তবে কাগজে কলমে এখনো বাদ না পড়ায় প্লে অফে খেলার স্বপ্ন নিয়েই নামবে ব্যাঙ্গালুর।

ইতিমধ্যে ১০ ম্যাচে ৮ জয় নিয়ে প্লে অফের পথে এক পা দিয়ে রেখেছে রাজস্থান। ৭ জয় নিয়ে ২য় স্থানে আছে কোলকাতা নাইট রাইডার্স। ভালো অবস্থানে আছে লখনো এবং সানরাইজার্স হায়দ্রাবাদ।

চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচে ৫ জয়ে ৫ম স্থানে আছে। দিল্লি ১১ ম্যাচে ৫, পাঞ্জাব ১০ ম্যাচে ৪ জয় নিয়ে এখনো বাঁচিয়ে রেখেছে প্লে অফে খেলার আশা। গতকাল কোলকাতার সাথে হেরে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এর। ১১ ম্যাচে ৩ জয় পাওয়া মুম্বাই পরবর্তী ৩ ম্যাচ জিতলেও খেলা হবে না প্লে অফ।

৮ দলের আইপিএলে ৭ জয় নিয়েও প্লে অফে খেলার সুযোগ পেতো দলগুলো। কিন্তু ১০ দলের আইপিএল আয়োজনের পরই ৭ জয়ে কঠিন হয়ে গেছে প্লে অফে খেলা। মুম্বাই ব্যতীত সবগুলো দল আশা বাঁচিয়ে রাখলেও শেষ পর্যন্ত কারা খেলবে আইপিএল ২০২৪ এর প্লে অফ, সমর্থকদের দৃষ্টি এখন সেদিকেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »