নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি ওয়ানডে অলআউন্ডার র্যাংকিংয়ের রাজত্ব হারালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা পাঁচ বছর ওয়ানডে অলরাউন্ডার ব্যাংকিংয়ে শীর্ষে থাকার পর হারালেন শীর্ষ স্থান। তাকে টপকে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে এখন শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবী।
ব্যাট হাতে সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বিপিএলে ৮ ম্যাচে করেছন ১৩৪ রান। এবার আর একটি দু:সংবাদ শুনতে হলো সাকিবকে। টানা প্রায় ৫ বছর আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে থাকার পর হারিয়েছেন শীর্ষ স্থান।
আইসিসি সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে সাকিবকে টপকে শীর্ষ স্থান দখন করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। ২০১৯ সালের ৭ মে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব। এরপর বিশ্বকাপে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়ে অতিমানবীয় অলরাউন্ড পারফরম্যান্সে শীর্ষ স্থানটা মজবুত করেন এই টাইগার অলরাউন্ডার। দিন হিসেবে টানা ১ হাজার ৭৩৯ দিন শীর্ষে ছিলেন সাকিব, যা এই সংস্করণে রেকর্ড।
শুধু তাই নয় সাকিব শীর্ষ স্থান হারালেও গড়েছেন আরও একটি রেকর্ড। সব মিলিয়ে সাকিব এক নম্বরে ছিলেন ৪ হাজার ২৭৬ দিন, যা প্রায় সাড়ে ১১ বছরের বেশি সময়। আর কেউই এতদিন শীর্ষে থাকতে পারেননি।
এদিকে সাকিব যার কাছে শীর্ষ স্থান হারিয়েছেন, সেই ৩৯ বছর বয়সী মোহাম্মদ নবীও গড়েছেন রেকর্ড। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে সবচেয়ে বেশি ৩৯ বছর ১ মাস বয়সে শীর্ষে ওঠার রেকর্ড গড়েছন নবি। ২০১৫ সালের জুনে শ্রীলঙ্কার তিলকারাত্নে দিলশানের ৩৮ বছর ও ৮ মাস বয়সে চূড়ায় ওঠার রেকর্ড ভাঙেন আফগান তারকা।
নিউজক্রিকেট২৪/আরএ