টানা দুই ম্যাচে জয় পেলো ইলেভেন থান্ডার

নিউজ ডেস্ক »

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে ভালোবেসে যাত্রা শুরু করে মাশরাফি বিন মোর্ত্তজা ফ্যানস ক্লাব ( ম্যাশ ক্লাব) নামের একটি ফেসবুক ফ্যান গ্রুপ। তাদের সার্বিক তত্ত্বাবধানেই অফলাইনে আয়োজন করা হয়েছে ম্যাশ ক্লাব টি-১০ নামের একটি টুর্নামেন্ট। টুর্নামেন্টের আজকের দুইটি ম্যাচে জয় পেয়েছে ইলেভেন থান্ডার।

ম্যাশ ক্লাব টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ইলেভেন থান্ডার ও দিশারী নবীন সংঘ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে ইলেভেন থান্ডার। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ১১৬ রানেই থেমে যায় দিশারী নবীন সংঘের ইনিংস। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় ইলেভেন থান্ডার। ম্যাচ সেরা হয়েছেন মিসু।

টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মাঠে নামে ইলেভেন থান্ডার ও উলুদাজা সরকার বাড়ী ক্লাব । আগে ব্যাট করতে নেমে ৯.৫ বলেই মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় উলুদাহা সরকার বাড়ী ক্লাবের ইনিংস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ইলেভেন থান্ডার। ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় ইলেভেন থান্ডার। ম্যাচ সেরা হয়েছেন শাওন।

তৃতীয় ম্যাচ :

ইলেভেন থান্ডার : ১১৭/৭ ( ১০ ওভার)
দিশারী নবীন সংঘ : ১১৬/৮ ( ১০ ওভার)

ম্যাচ সেরা মিশু।

চতুর্থ ম্যাচঃ

উলুদাহা সরকার বাড়ী ক্লাব : ৮৩/১০ ( ওভার ৯.৫)

ইলেভেন থান্ডার : ৮৪/৩ ( ওভার ৭.১)

ম্যাচ সেরা শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »