টাকার অভাবে ডেলিভারি বয়ের ভূমিকায় পেসার ফন মিকেরেন

সাকিব শাওন : »

তার এখন ব্যস্ত থাকার কথা ছিল মাঠের ক্রিকেট নিয়ে। কিন্তু করোনার থাবার কারণে সব বন্ধ করে দিয়েছে বিশ্বকাপসহ বেশিরভাগ ক্রিকেটীয় ইভেন্ট। অনেক ক্রিকেটারই টাকার অভাবে অনেক কাজই বেঁছে নিয়েছেন। তারই ধারাবাহিকতাই পল ফন মিকেরেন পড়েছেন অর্থাকষ্টে। বাধ্য হয়ে ফুড ডেলিভারি বয়ের কাজ করছেন নেদারল্যান্ডের এই পেসার।

২৭ বছর বয়সী এই পেসার খেলেন নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেো খেলেছেন নেদারল্যান্ডের হয়ে। চলতি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতেন নিজ দেশের হয়ে। কিন্তু খেলা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়ে খাবার সরবরাহের কাজ করছেন তিনি।

করোনার কারণে স্থগিতাদেশ না পেলে রবিবার (১৫ নভেম্বর) মাঠে গড়াত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এই বিষয়টিই মনে করিয়ে দিয়েছিল ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। ফন মিকেরেন সেই টুইট উল্লেখ করে জানিয়েছেন নিজের করুণ কাহিনী।

টুইটারে ফন মকেরেন লিখেন, ‘‘আজ আমার ক্রিকেট খেলার কথা ছিল। এখন আমি উবার ইটসের হয়ে খাবার পরিবহণ করছি শীতের মাসগুলো চালিয়ে নেওয়ার জন্য। সবকিছু কীভাবে বদলে যায়, সত্যি হাস্যকর। হাহাহা… সবাই মুখে হাসি ধরে রাখুন।’’

ফন মিকেরেনের করা এই টুইট ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। নেদারল্যান্ডসহ আরো বেশিরভাগ দেশের ক্রিকেটাররা ক্রিকেট থেকে বলার মত বর্তমানে কোন উপার্জন করতে পারছেন না। খেলা না থাকলে উপার্জনই বন্ধ হয়ে গেছে। ফন মিকেরেনের এই করুণ দশা যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছে।

 

নিউজক্রিকেট/সাকিবশাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »