মোহাম্মদ সোহেল »
প্রবাদে আছে, “যাকে দেখতে নারী,তার চলন বাকা”।সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। উনার ধারাভাষ্য মানেই সত্যের জয়গান, নতুনদের প্রতি আগ্রহ দেখানো ও অনুপ্রেরণা দান করা।অনুর্ধ-১৯ এর নতুন চ্যাম্পিয়নস হয়েছে বাংলাদেশ।তা দেখে খুবই উচ্ছ্বাসিত মিঃ বিশপ, ধারাভাষ্যে মুগ্ধতার বহিঃপ্রকাশ করেছেন বারবার, প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন বাংলার যুবাদের। মাঠের ধারাভাষ্য কক্ষে বসে বাংলার যুবাদের জয়ের মুহূর্তে তার ভরাট কন্ঠের তুলি সাজিয়েছেন, জয়ের উত্তেজনায় উত্তাপ ছড়িয়েছেন।তিনি বলেছেন,”বাংলাদেশ,নতুন বিশ্ব চ্যাম্পিয়ন, জয়ের আনন্দে নাচছে ঢাকা, সিলেট, চিটাগাং ও সারা বিশ্ব”।
শুধু ধারাভাষ্যতেই থেমে থাকেননি, বাংলার যুবাদের উৎসর্গ করে টুইট বার্তায় বলেছেন” বাংলাদেশের জয়ে তিনি খুবই খুশি, তিনি আশা করছেন, এই দল থেকে অনেকেই জাতীয় দলের কান্ডারি হবে”।
তার এই ভূয়সী প্রসংসা ভারতীয় সমর্থকদের কাটা গায়ে নুনেরছিটের মত লাগল, তারা মিঃ বিশপের টুইটে ঝাঁপিয়ে পড়েছেন কটু কথা নিয়ে। তারা প্রশ্নবানে জানতে চায় মিঃ বিশপ নতুন কোচের চাকরি খোজার চেষ্টা করছে নাকি বাংলাদেশে। মিঃ বিশপও এসব অবান্তর প্রশ্নের করা জবাব দিয়েছেন এই বলে যে, “ভাল দলের এত খারাপ খেলার জন্য আরো কড়া ভাষায় সমালোচনা করা শিখতে হবে”। মিঃ বিশপ একজন ঠান্ডা মাথার মানুষ, তাই তিনি খেলোয়ারদের আচরণ নিয়ে করা প্রশ্নের ঠান্ডা মাথায় উত্তর দিবেন বলে জানিয়েছেন।