টাইগার ব্যাটসম্যানদের কোহলির কাছ থেকে শেখার পরামর্শ শ্রীরামের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ জাতীয় দলের ট্যাকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম এই মুহূর্তে রয়েছেন বিশ্বকাপে দলের সঙ্গে।তার শিক্ষার কোন প্রভাব এখনো অব্দি চলতি বিশ্বকাপে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে দেখা যায়নি।

শান্ত-তামিমদের ব্যাটিংয়ে ভরাডুবিতে হতাশ শ্রীরাম নিজেও।এবার তিনি টাইগার ব্যাটারদের কোহলির কাছ থেকে শেখার পরামর্শ দিয়েছেন।

শ্রীরাম বলেছেন, ‘এটা (কোহলির ইনিংস) ভালো ছিল তাই না? সে ৭০-৮০ রানে পৌঁছানোর আগ পর্যন্ত একটি বলও বাতাসে উড়িয়ে মারেনি। এটি একটি দুর্দান্ত শিক্ষা যা আমাদের ছেলেরা শিখতে পারে, বিটুইন দ্য উইকেট দ্রুত দৌঁড়াতে হবে এবং গ্যাপ বুঝে শট খেলতে হবে। আমি মনে করি কোহলি খুব পেশাদার ছিল।

টাইগারদের ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সে হতাশ শ্রীরাম। বলেছেন, ‘অবশ্যই আমি হতাশ।’ একইসঙ্গে বিশ্বাস রাখছেন, তার শিষ্যরা পরের পাঁচ ম্যাচে ভালো করতে পারবে, ‘বিশ্বকাপ একটি দীর্ঘ টুর্নামেন্ট। প্রতিটি হার আপনাকে কষ্ট দেয় তবে এটা পেছনে ফেলার উপায় খুঁজে বের করতে হবে এবং মনোযোগ দিতে হবে পরবর্তী খেলায়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »