নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই বাজে। ১৬ বছরে ১৮ টি ওয়ানডে খেলে ছিল না কোনো জয়। ১৯ নম্বর ম্যাচে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে এই পরাজয়ে বৃত্ত ভেঙ্গেছে টাইগাররা। পেসারদের দারুণ পারফরম্যান্সে কিউইদের ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটের দারুণ জয় পায় টাইগারা।
এমন জয়ে নিউজিল্যান্ডের ১০টি উইকেটে তুলে নিয়েছে। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের দশ উইকেট তুলে নিয়েছে পেসাররা। আর পেসারদের এমন পারফরম্যান্সে বেশ খুশি হয়েছে শরিফুল-মুস্তফিজদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড।
শরীফুল-সাকিবদের অভিনন্দন জানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সাবেক এই টাইগার পেস বোলিং কোচ। তিনটি হাত-তালির ইমোজি শরিফুলের উইকেট উদযাপনের ছবি দিয়ে লেখেন, ‘বাংলাদেশের ইঞ্জিন রুম আজ দারুণ কাজ করেছে।’
নিউজক্রিকেট২৪/আরএ