নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ মিশন শেষে দেশের পথে রওনা হয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ১১ সদস্য। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ মিলে মোট ৬৫ দিনের সফর শেষে নীরবে-নিভৃতে দেশে ফিরছেন টাইগাররা।
শনিবার (০৬ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিট (বাংলাদেশ সময় ভোর ৩টা ২০ মিনিট) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা। আজ রবিবার (০৭ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে টাইগাররা।
তবে সতীর্থদের সঙ্গে দেশে ফিরছেন না চার টাইগার সদস্য। তারা হলেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান রুম্মন ও লিটন কুমার দাস।
সাকিব আল হাসানের লন্ডন থেকে স্ত্রী শিশির ও কন্যা অ্যালাইনা হাসান অব্রিকে নিয়ে যাবেন ইউরোপ ভ্রমনে। আর বাকি তিনজনের ইংল্যান্ডেই থাকবেন। সপ্তাহ খানেক ইংল্যান্ড ঘুরে এর পরে দেশের বিমানে চাপবেন এই তিন টাইগার। তবে সাকিব কবে দেশে ফিরছেন সেটা জানা যায়নি।
এদিকে বিশ্বকাপে ৯ ম্যাচে ৩ হার, ৫ জয় এবং বৃষ্টিতে এক ম্যাচ পণ্ড হওয়ায় ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ৮ম অবস্থান থেকে সেমি ফাইনালের আগেই বিদায় নেয় লাল সবুজের বাংলাদেশ।
এরআগে মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তিন জাতির এই টুর্নামেন্টের ফাইনালে উইন্ডিজকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত বহুজাতিক কোন টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে মাশরাফি বাহিনী।