https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ডোমিঙ্গোর নামই ঘোষণা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ডোমিঙ্গোর সাথে বোর্ডের চুক্তি হয়েছে দুই বসছরের জন্য। দায়িত্ব নিতে ২১ আগস্ট ঢাকায় আসছেন এই প্রোটিয়া কোচ।
বিশ্বকাপের পরই বাংলাদেশ দলের হেড কোচের পদ থেকে বরখাস্ত করা হয় স্টিভ রোডসকে। রোডসের বিদায়ের পর বিসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয় হেড কোচের। যাচাই বাছাইয়ের পর সেখানে সংক্ষিপ্ত তালিকা করে বিসিবি। যেখানে নাম ছিল ফিল সিমন্স, মাইক হেসন, মিকি আর্থার, মাহেলা জয়াবর্ধনে এবং মাইক রাসেল ডোমিঙ্গোর।
বাংলাদেশে এসেছিলেন কেবল ডোমিঙ্গো। তবে এরপর বাকিদের সাথে কেবল টেলি কনফারেন্সে সাক্ষাৎকার গ্রহণ করলেও শেষ পর্যন্ত ডোমিঙ্গোকেই বেছে নিয়েছে বিসিবি।
মাইক হেসনের অবশ্য সম্ভাবনা ছিল বেশ। কিন্তু হেসন ভারতের হেড কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিতে গেলে তিনি আর আসেননি বাংলাদেশে।