নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে টিম বাংলাদেশ। টাইগারদের এই দারুণ জয়ে উচ্ছ্বসিত হয়ে টাইগারদের সাবেক কোচ ইয়ান পন্ট টুইটারে শীর্ষদের শুভকামনা জানিয়ে করেছেন টুইটও।
ওয়েস্ট ইন্ডিজের সাথে এই দারুণ জয় তুলে নেওয়ার পর ইয়ান পন্ট জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন, যেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সাথে নিজের একটি ছবিও সংযুক্ত করেন তিনি।
ইয়ান পন্ট নিজের টুইট বার্তায় শীর্ষদের শুভকামনা জানিয়ে লেখেনঃ ‘আজ উইন্ডিজের বিপক্ষে এই জয়ের জন্য বাংলাদেশ দলকে অনেক অভিনন্দন! এই ম্যাচ প্রমাণ করেছে বাংলাদেশ দল এখন দেশের বাইরেও গর্জন করতে পারে। তামিম ও সাকিব দুজনের কাছ থেকেই আজ আবারো দারুণ পারফরম্যান্স, সৌম্যর কাছ থেকেও।’
উল্লেখ্য, ইয়ান পন্ট বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন।এছাড়া বিপিএলেও প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটরসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।