টাইগারদের বড় প্রতিপক্ষ এবার ‘দিল্লির দূষণ’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে বাংলাদেশের বহুল আলোচিত ভারত সফর। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ পূর্ণাজ্ঞ সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩ নভেম্বর দিল্লিতে। কিন্তু এবার এই ম্যাচকে ঘিরেই তৈরী হয়েছে শঙ্কা। এমনিতেই দিল্লির অতিরিক্ত বায়ু দূষণের ফলে ঠিকমত চলাফেরা করা যায় না, তার উপরে ‘দিওয়ালীর’ পরে এই ম্যাচ। আর এতেই এবার কেবল ভারত না, দিল্লির দূষণের বিরুদ্ধেও লড়তে হবে সাকিব-মুশফিকদের।

দিনকয়েক আগেই দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে। তবে নাম পরিবর্তন হলেও মাঠের ক্রিকেটে কিছুতেই স্বস্তি আনা যাচ্ছে না। এর প্রধান কারণ, পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর মধ্যে অন্যতম ভারতের রাজধানী দিল্লী। এই শহরের বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের স্বাভাবিক জীবনই হয়ে উঠেছে দুর্বিষহ।

২০১৭ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বিপাকে পড়েছিল শ্রীলঙ্কা। ফেস মাস্ক পরে খেলতে নেমেও স্বাভাবিক থাকতে পারেন নি বেশ কয়েকজন ক্রিকেটার। এবার একই ভেন্যুতে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ঠিক দিওয়ালীর পরেই ম্যাচ এ জন্য আরো বেশি শঙ্কা তৈরী হয়েছে প্রথম ম্যাচকে ঘিরে।

গত বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে বাতাসের কোয়ালিটি পরীক্ষার একটি তথ্য অনুযায়ী দিল্লীর বিশ্ববিদ্যালয় এলাকার বাতাসের একিউআই ৩৫৭ ছিল, যা খুবই খারাপ আর বিপদজনক। দিওয়ালীর পরে দিল্লিতে এটা আরো বেড়ে যায়। এই অবস্থায় দিল্লিতে কেন ম্যাচ রাখা হল এটা নিয়ে প্রশ্নও উঠেছে।

তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড ও দিল্লি ও জেলা ডিডিসিএ বলছে দিল্লির বায়ু দূষণ ক্রিকেটরদের উপরে কোনো প্রভাব ফেলবে না। ডিডিসিএ জানায়, ‘দিল্লিতে দিওয়ালী পরবর্তী একটি সমস্যা রয়েছে। কিন্তু ম্যাচ যেহেতু দিওয়ালীর এক সপ্তাহ পরে তাই আমরা মনে করি ক্রিকেটারদের কোনো সমস্যা হওয়ার কথা না। তবুও বাংলাদেশের ক্রিকেটারদের ফেস মাস্ক নিয়ে আসতে বলা হয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »