টাইগারদের প্রশংসায় রস টেলর

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। স্বল্প পুঁজি নিয়ে টাইগারদের লড়াই করার যে মানসিকতা দেখেছে ক্রিকেট বিশ্ব তাতে সামাজিক মাধ্যমেও প্রশংসিত হয়েছে টাইগাররা।

রান বন্যার বিশ্বকাপে এত কম রানেও টাইগারদের লড়াই নিয়ে সংবাদ সম্মেলনে কিউইদের ম্যাচ জয়ী ব্যাটসম্যান রস টেলর বলেন, ‘শেষের দিকে আমরা নার্ভাস হয়ে গিয়েছিলাম। বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আমাদের উপরে চাপ সৃষ্টি করেছিল তারা।’

ম্যাচ জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে টেলরের ভাষ্য, ‘তাদের বোলাররা ভালোই করছিল। ম্যাচের ফলাফল তাদের পক্ষেও যেতে পারতো। বাংলাদেশ আমাদের উপর চাপ প্রয়োগ করছিল আর আমরা দ্রুত উইকেট হারাচ্ছিলাম। শেষ পর্যন্ত জিততে পারাটা অসাধারণ ছিল।’

নিজেদের ফিল্ডিং প্রসঙ্গে টেলর বলেন, ‘আমরা অসাধারণ ফিল্ডিং করেছিলাম। জিততে পেরে দারুণ হলো। টুর্নামেন্টে আমাদের অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। উইকেটে আমরা আরও গতি আশা করেছিলাম। তবে বাংলাদেশের বোলাররা চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »