https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের এটি পঞ্চম ম্যাচ হলেও আগের চার ম্যাচের কোনোটিই দেখতে পারেনি ১০০ ওভার। বাংলাদেশ দলের এমন মনোমুগ্ধকর পারফরম্যান্সের পর নিজের প্রেডিকশন নিয়ে পুনরায় টুইট করেছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
বাংলাদেশ দলকে নিয়ে এর আগে ম্যাককালাম প্রেডিকশন করে বলেছিলেন বাংলাদেশ দল কেবল ১টি ম্যাচ জিততে পারবে পুরো বিশ্বকাপে। তাও সেতি শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই ম্যাককালামের সেই প্রেডিকশনের শতভাগ ভুল প্রমান করল বাংলাদেশ।
তাইগারদের ম্যাচ জয়ের পর ম্যাককালাম আবারও একটি টুইট বার্তায় বলেন, ‘বাংলাদেশ দল সত্যিই মন কেড়ে নেয়ার মত পারফরম্যান্স করেছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। দক্ষিণ আফ্রিকা জিতবে বলে আশা করেছিলাম। কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে। আমার প্রেডিকশনকে ভুল প্রমান করে বার্তা দেয়ার জন্য ধন্যবাদ। তবে এটাই হয়তো শেষ ভুল নয়। শেষ পর্যন্ত আমার প্রেডিকশন অনেকাংশেই নির্ভুল থাকবে (জয়-পরাজয়ের ক্ষেত্রে)। সবাই কিন্তু আমার প্রেডিকশনের বাইরে গিয়ে জিততে পারবে না।’