টাইগারদের কোচ হতে মাহেলার দুই শর্ত

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার ফলস্বরূপ বরখাস্ত করা হয় হেড কোচ স্টিভ রোডসকে। সাথে বরখাস্ত করা হয় দুই বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং সুনিল যোশিকেও। ইতোমধ্যে পেস বোলিং বোলিং কোচ হিসেবে লেঙ্গেভেল্টকে ও স্পিন বোলিং কোচ হিসেবে ডেনিয়েল ভেট্টোরিকে নিয়োগ দেয়া হলেও এখনও খালি রয়েছে হেড কোচের আসন।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের দৈন্যদশা দেখা গিয়েছে ভারপ্রাপ্ত কোচের অধীনে। শুধু তাই নয় হাথুরুসিংহের বিদায়ের পর যে দীর্ঘ সময় দল কোচ ছাড়া ছিল তখনও অন্তর্বর্তীকালীন কোচের অধীনে দল ছিল ব্যর্থ।

এদিকে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ হবার ক্ষেত্রে এগিয়ে আছেন মাহেলা জয়াবর্ধনে। টাইগারদের কোচ হবার জন্য আবেদনও নাকি করেছেন মাহেলা। সেক্ষেত্রে দুই শর্ত দিয়েছেন তিনি।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ভারতের কোচ হতে অনেকেই এগিয়ে আছেন। ভারত তাদের কোচ নিয়োগ দিলে তারপর আমরা আরও জোরেশোরে নামবো। কথাবার্তা অনেকের সাথেই হচ্ছে। পূর্ণ সময়ের জন্য কোচ লাগবে আমাদের যার আন্তর্জাতিক পরিচয়ও থাকবে।’

বাংলাদেশের কোচ হতে মাহেলা যে শর্ত দিয়েছেন তা হল ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ছাড় দিতে হবে তাকে। সাথে অন্য শর্তটি হল প্রতি মাসে ৫৫ হাজার ডলার দিতে হবে তাকে! যদি শেষ পর্যন্ত মাহেলার এই শর্ত মেনে বিসিবি তাকে নিয়োগ দেয় তাহলে তিনিই হবেন বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি বেতনের কোচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »