‘টাইগারদের অপ্রত্যাশিত শুরু’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত সফরে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ভারতের লখনৌতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও ভারত অনূর্ধ্ব-২৩ দল। ৪র্থ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুঃস্বপ্নের মতো কেটেছে সাইফ-আরিফদের। ইয়াসির আলী, মেহেদী হাসান ও জাকির হাসানের দ্রুত বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

সাইফদের লক্ষ্য ছিলো, পাঁচ ম্যাচের এ ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে থাকা ভারতকে চতুর্থ ওয়ানডেতে হারিয়ে সিরিজের সমতা ফেরানো। তবে তাদের এমন লক্ষ্যে প্রথমেই চূড়াবালি। কেননা বাংলাদেশী তিন টপ অর্ডার ইয়াসির, মেহেদী হাসান ও জাকির হাসান যে ব্যর্থ হয়েছেন এবং তাদের স্কোর যথাক্রমে ১,২ ও ০। এতে করে মাত্র ২২ রান যোগ করতেই বাংলাদেশ হারিয়েছে ৩টি উইকেট। যদিও সাইফ-আরিফুলরা এ ব্যাটিং বিপর্যয় কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে হঠাৎ করে সাইফ হাসান যেনো অমনোযোগী হয়ে যান। ৪১ বলে ২৭ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ড্রেসিং রুমের দিকে ফিরে যান তিনি।

তারপর আরিফুলকে সঙ্গ দিতে মাঠে আসেন আল আমিন। বেশ ভালোভাবেই সঙ্গ দিয়ে যাচ্ছিলেন তিনি।তবে হঠাৎ করেই এক ক্যাচ তুলে নিজের ইনিংসের ইতি টানেন আল আমিন। এ সময় তার নামের পাশে ৫৫ বলের বিনিময়ে ৪০ রান যুক্ত হয়েছিলো। আল আমিন ফিরে যাবার পর আরিফুল হক একা হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদন লেখার সময়, বাংলাদেশ দলের স্কোর ৩০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১২ রান। এ থেকে বুঝাই যাচ্ছে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দিচ্ছেন ভারতীয় বোলাররা।

সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ – ১১৩/৫ (৩১) আল আমিন- ৪০ (৫৫), আরিফুল- ৩৮* (৬৭) আর্শদীপ সিং- ১২/২ (৪)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »