নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিনের ২য় ম্যাচে রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন। বঙ্গবন্ধু বিপিএলের ৫ম ও শেষ রাউন্ডে প্রথমবারের মতো আজ খেলতে নামছে এ দু’দলই। এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করবে ঢাকা প্লাটুন।
এ ম্যাচটা জিতে নিলে প্লে অফের পথে এক ধাপ এগিয়ে যাবে ঢাকা। বিপরীতে রংপুর রেঞ্জার্স আগেই প্লে অফ থেকে ছিটকে গেছে। প্লে অফ থেকে ছিটকে গেলেও, এ ম্যাচে জয় পেতে চায় রংপুর আর প্লে অফ নিশ্চিতে আরো এক ধাপ এগিয়ে যেতে এ ম্যাচে জয় পেতে চাইবে ঢাকা।
ঢাকা প্লাটুনের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মেহেদী হাসান, আরিফুল হক, আসিফ আলি, থিসারা পেরেরা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ, শাদাব খান ও ফাহিম আশরাফ।
রংপুর রেঞ্জার্সের সম্ভাব্য একাদশঃ মোহাম্মদ নাঈম, শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যামেরুল ডেলপোর্ট, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবি, ফজলে মাহমুদ, আল-আমিন, জহুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি ও তাসকিন আহমেদ।