নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
শনিবার বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬ রান।
১৯৮৯ সাল থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের যুবারা ছয়বার শিরোপা ঘরে তুলেছে। তাই ভারতের সামনে সপ্তম শিরোপা জয়ের সুযোগ। অন্যদিকে বাংলােদেশের যুবাদের সামনে প্রথম শিরোপা জয়ের হাতছানি।
এদিকে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছিল। অন্যদিকে ভারতও ‘এ’ গ্রুপ থেকে তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলে।
টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত স্বাগতিক শ্রীলঙ্কার এবং টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে ভেস্তে যায় সেমিফাইনালের ম্যাচ দুটি। যার কারণে বাইলজ অনুযায়ী দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল বাংলাদেশ-ভারত ফাইনালের টিকিট পায়।