টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

আজকের এই ম্যাচ দিয়েই সাদা পোশাকে অধিনায়ক হিসেবে সবচেয়ে কম বয়সী হিসেবে রেকর্ড গড়লেন রশিদ খান। টেস্ট ক্রিকেটে নবীন এই দলটি বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম টেস্ট খেলতে নেমেছে।

বাংলাদেশ দলের মূল ভরসা হচ্ছে ব্যাটসম্যানরা এমনটা আগেই জানিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। রশিদ খানের দলের স্পিন ভবিভাগ সামাল দেয়া যে খুব বেশি সহজ হচ্ছে না সেটা জানা গেছে আগেই। একটি মাত্র ম্যাচের সিরিজ বলে ম্যাচটি জিততে মরিয়া হয়েই আছে স্বাগতিক বাংলাদেশ।

এক নজরে দুই দলের একাদশ

বাংলাদেশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম ইসলাম।

আফগানিস্তান: ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, হাসমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, আজগর আফগান, আফসার জাজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জহির খান, ইয়ামিন আহমেদজাই, কাইস আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »