টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

রবিবার (১৬ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের স্টেডিয়ামে দু’দলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ১৬ রান। লোকেশ রাহুল ০২ ও রোহিত শার্মা ১৪ রানে ব্যাট করছেন।

এদিকে বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। বৈশ্বিক এ টুর্নামেন্টে ছয়বার মুখোমুখি হয়েছে তারা। প্রতিবারই জিতেছে ভারতীয় দল। তবে আন্তর্জাতিক ওয়ানডেতে এগিয়ে রয়েছে পাকিস্তান। দুদলের মুখোমুখি মোট ১৩১ বারের লড়াইয়ে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৪টি ম্যাচে। বাকি চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »