https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৯তম ম্যাচে সাউদাম্পটনে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড এবং উইন্ডিজ। শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
এবারের বিশ্বকাপে হট ফেভারিটের তকমা গায়ে নিয়েই মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। এখন পর্যত নিজেদের তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান ইংলিশদের। ইয়ন মরগানের দল হেরেছে শুধু পাকিস্তানের বিপক্ষে।
এদিকে গেইল রাসেলদের নিয়ে বেশ শক্তিশালী দলই গঠন করেছে উইন্ডিজ। তিন ম্যাচে এক জয়, এক হার এবং এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন তিন। তাই ইংলিশদের বিপক্ষে আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে।
এক নজরে দুই দলের একাদশ
উইন্ডিজঃ ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল, ওশনে থমাস।
ইংল্যান্ডঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।