এ কে শাহেদ »
বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনে, দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়ার্স। দু দলের জন্য এটি তাদের বিপিএলে দ্বিতীয় ম্যাচ। তবে জয় দিয়ে টূনার্মেন্ট শুরু করেছে সৌম্য-শানাকা’র কুমিল্লা। অন্যদিকে হার দিয়ে বিপিএল মিশন শুরু করেছে মাশরাফি-তামিমের ঢাকা। আজ মিরপুরে ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার অধিনায়ক শানাকা।
দু দলের একাদশ-
ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক, জাকার আলী (উইকেটরক্ষক), লরি ইভান্স, শহীদ আফ্রিদি, শুভাগত হোম, থিসারা পেরেরা, মাহেদী হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ, ওহাব রিয়াজ।
কুমিল্লা ওয়ারিয়ার্সঃ ইয়াসির আলী, ভানুকা রাজাপাকসা, সৌম্য সরকার, ডেবিড মালান, সাব্বির রহমান, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, আল-আমিন, মুজিব-উর রহমান।