এ কে শাহেদ »
বঙ্গবন্ধু বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। আজ দিনের প্রথম ম্যাচে মাশরাফি-তামিমের ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারিয়েছে লিটন-রাসেলের রাজশাহী রয়্যালস। এখন দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
চট্টগ্রামের এটি দ্বিতীয় ম্যাচ। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুভ সূচনা করে নগর বন্দরীর দলটি। অন্যদিকে খুলনা টাইগার্সের এটি প্রথম ম্যাচ। তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় চাইবে ইমরুল কায়েস’রা। প্রথম ম্যাচে ৬১ রান করে ক্রিজ ছেড়েছিলেন কায়েস। তবে মুশফিকের খুলনাও চাইবে তাদের প্রথম ম্যাচে জয় পাওয়া।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ইমরুল কায়েস, লেন্ডল সিমন্স, নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), কেসরিক উইলিয়ামস, রায়াদ এমরিট (অধিনায়ক), রুবেল হোসেন, চ্যাডউইক ওয়ালটন
খুলনা টাইগার্সঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রাইলি রুশো, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মাদ আমির, রহমতউল্লাহ গুরবাজ