https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ১২তম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে পরিবর্তনের কথা অনেকেই ভাবলেও একাদশে নেই কোনো পরিবর্তন। প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রান পাহাড় গড়ে বাংলাদেশ দল। টাইগার বোলারদের ক্ষুরধার বোলিং আর সাথে বাকিদের দুর্দান্ত ফিল্ডিংয়ের দিন জয়ের হাসিই হাসে টাইগাররা। ব্যাটিং অর্ডারে সৌম্য রয়েছেন উড়ন্ত ফর্মে। প্রতিপক্ষ বোলারদের কাঁপিয়ে দিয়ে ওপেনিং জুটিতে দারুণ শুরু এনে দিতে পারেন তিনি। অন্যদিকে টানা দুই ম্যাচে ফিফটি হাঁকিয়ে সাকিবও রয়েছেন ফর্মে। তামিমের ব্যাটে কিছুটা রান খরা থাকলেও সেটা কেটে যেতে খুব বেশি সময় লাগবে না সেটা অতীত ইতিহাস ঘাটলেই বলা যায়। বিশ্বকাপের হট ফেভারিট স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেয়ার চেষ্টা করবে টাইগাররা।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের প্রথম স্থানে থাকা ইংলিশরা এবারের বিশ্বকাপে হট ফেভারিত হয়েই বিশ্বকাপ শুরু করেছে। আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করা ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে ১৪ রানে। তবে ওয়ানডে ফরম্যাটে বর্তমান সময়ে ইংল্যান্ডের শক্তিমত্তা যে রয়েছে বেশ ভালো অবস্থানে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এক নজরে দুই দলের একাদশ
বাংলাদেশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, ইয়ন মরগান, বেন স্টোকস, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড