নিউজ ডেস্ক »
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশনটা বাজে ভাবে শুরু হয়েছে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে প্যাট কামিন্সের দল। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানের বড় জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ৪২৮ রান করেছিলো টেম্বা বাভুমার দল।
লখনৌ এর শ্রী অতুল বিহারী স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। আগের ম্যাচে বড় হারের পর এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, বারবার বিশ্বকাপের কাছে গিয়ে ফিরে আসার ব্যর্থতা গুছানোর মিশনে প্রথম ম্যাচের মতই দাপুটে পারফরম্যান্স ধরে রাখতে চাইবে দক্ষিণ আফ্রিকা। দু’দলের একাদশেই এসেছে পরিবর্তন।
দু’দলের একাদশঃ
অস্ট্রেলিয়াঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, প্যাট কামিন্স, মিচল স্টার্ক, এডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
দক্ষিণ আফ্রিকাঃ টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ভেন ডার ডুসেন, এডেন মার্করাম, ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, তাবারেজ সামসি, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা।