মমিনুল ইসলাম »
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
গত সিরিজ থেকে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। দলে নেই শিভাম দুবে, যুজবেন্দ্র চাহাল, মানিশ পান্ডে, কেদার যাদব ও নবদ্বীপ সাইনি।
এদিকে অস্ট্রেলিয়ার ওয়ানডে জার্সিতে অভিষেক হলো গতবছর টেস্ট ক্রিকেট দুর্দান্ত বছর কাটানো মার্নাস ল্যাবুশানে।
স্কোয়াড:
ভারত : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি ( অধিনায়ক), শ্রেয়াস আয়ার, রিশাব পান্ট, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ ( অধিনায়ক) , ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশানে, স্টিভ স্মিথ, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স , অ্যাস্টন টার্নার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা