ক্রীড়া প্রতিবেদক »
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চলমান টি – টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় মুখোমুখি হবে দুদল। মেলবোর্নের আকাশ মেঘলা থাকায় টস যারা জিতবে তারাই বোলিং বেছে নিবেন এটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিলো। ইংল্যান্ড অধিনায়ক তাই করলেন।
ফাইনালে দু’দলই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে। ধারণা করা হচ্ছিল ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরবেন ইংলিশ পেসার মার্ক উড কিন্তু সেমি ফাইনালের একাদশ নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড।
পাকিস্তান একাদশ : বাবর আজম,মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস,শান মাসুদ,ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ,ওয়াসিম জুনিয়র,নাসিম শাহ, হারিস রউফ, শাহিন আফ্রিদি।
ইংল্যান্ড একাদশ : জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট,বেন স্টোকস,হেরি ব্রক,লিয়াম লিভিংস্টোন, মইন আলী, সাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রাশিদ।