নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের ৮ম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
উক্ত ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টানা ছয়টি ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এবারের আসরে আর দুটি ম্যাচই বাকি আছে লাল-সবুজের দলের। আজ ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। গুরুত্ত্বহীন এই ম্যাচেও দুই দলকে লড়াই করতে হবে। কারণ, এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশ-শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ।
বাংলাদেশের একাদশ : লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।