নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারনী শেষ টেস্ট ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সিরিজ নির্ধারনী এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে মমিনুল বাহিনী। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। জয়ের ইনজুরির কারণে কপাল খুলেছে ওপেনার নাঈম শেখের। টাইগারদের টেস্ট ইতিহাসের ১০০তম ক্রিকেটার হিসেবে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে নাঈমের। এছাড়া মুশফিকুর রহিমের ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টেস্ট দিয়ে আবারো একাদশে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর পঞ্চপাণ্ডবদের কাউকে ছাড়া প্রথম কোন টেস্ট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দলের জন্য আরো একবার ইতিহাস রচনা করার সুযোগ এই ম্যাচে।সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের সামনে সুযোগ, ম্যাচ জিতে ২-০ কিংবা ম্যাচ ড্র করে ১-০ ব্যবধানে সিরিজ জিতে অতিতের ব্যর্থতার অধ্যায়ের সমাপ্তিরেখা টানার।
দু’দলের একাদশঃ
বাংলাদেশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী।
নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লানডেল (উইকেটরক্ষক), কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।