নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের নবম ম্যাচে, আজ (শুক্রবার) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
নিজেদের হোম গ্রাউন্ডে প্রথম ও চলতি আসরে এটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চতুর্থ ম্যাচ। আসরের প্রথম তিন ম্যাচের দুটোতে জিতে এই মুহুর্তে বিপিএল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান চ্যালেঞ্জার্সের। খুলনার বিপক্ষে আসরে চলতি আসরের প্রথম দেখায় মিরপুরে ২৫ রানে জয় পেয়েছিল চট্টগ্রাম, যার ফলে আলাদা একটি আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই নিজেদের হোম গ্রাউন্ডে খুলনাকে আতিথ্য দিবে বন্দরনগরীর দলটি।
অপরদিকে জয় দিয়ে এবারের বিপিএল শুরু করা খুলনা টাইগার্স, সর্বশেষ এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেই আসরে নিজেদের প্রথম পরাজয়ের স্বাদ পায়। মিরপুরে প্রথম দেখায় চট্টগ্রামের কাছে ২৫ রানে হারের প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ মুশফিকের খুলনার জন্য। চলতি আসরে এখন অব্দি ২ ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান খুলনা টাইগার্সের।