নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারের বৃত্তে আটকে থাকা জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। ত্রিদেশীয় এ সিরিজে বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে নিজেদের ৩য় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোনাও বিকল্প নাই তাদের। আর তাই জিম্বাবুয়ের ক্রিকেটাররা হিমালয় জয় করার মতো কঠিন কাজটা দলীয় পারফরম্যান্সের মাধ্যমে সফল করতে চায় অর্থাৎ জিততে চায়।
আজ (১৭সেপ্টেম্বর) জিম্বাবুয়ান অলরাউন্ডার শেন উইলিয়ামস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “সিরিজ টিকিয়ে রাখতে ম্যাচটা আমাদের জিততেই হবে। শুধু এই ম্যাচই নয়, এর পরের ম্যাচও ভালোভাবে জিততে হবে। আমরা যদি দলীয় পারফরম্যান্স– ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং সবকিছু ঠিকভাবে করতে পারি তাহলে দুটো ম্যাচেই আমাদের জয়ের সম্ভাবনা আছে। আগের দুই ম্যাচে আমরা প্রতিপক্ষকে খুব সহজে জয় পেতে দিই নি। দুটি ম্যাচেই আমরা প্রতিপক্ষকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়েছি। আশা করি, পরের ম্যাচ দুটোতে মাঠে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জয় পাওয়া সম্ভব। আর এর জন্য আমাদেরকে নিজেদের কাজটা ভালোভাবে করতে হবে। তারা (বাংলাদেশ) আফগানদের বিপক্ষে হেরে এমনিতেই চাপে আছে। আমরা সেই সুযোগটাই কাজে লাগাতে চাই। তবে এ ক্ষেত্রে আমাদেরকে আগে ভালো ক্রিকেটটা খেলতে হবে। মাঠে কিছু সুক্ষ্ম সিদ্ধান্ত আর ভালো ক্রিকেটটা খেলতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। বাংলাদেশী ব্যাটসম্যানরা আমাদের বোলারদের উপর চড়াও হয়ে খেলবে। তাই আমি কনে করি, কঠিন এক চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।”
চট্টগ্রামে জিততে মরিয়া হলেও বাংলাদেশকে সমীহ করছেন এ অলরাউন্ডার। বাংলাদেশী ব্যাটসম্যানদের আটকাতে মনোযোগী জিম্বাবুয়ান বোলিং লাইনআপ। এ প্রসঙ্গে তিনি জানান, “বাংলাদেশ দলে বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে আমরা বোলিং করার সময় নিজেদের পরিকল্পনাই বাস্তবায়ন করার চেষ্টা করবো। ওদের ব্যাটিং লাইনআপের বিপক্ষে অবশ্যই নিয়ন্ত্রিত বোলিং করাটা জরুরি। বাংলাদেশী ব্যাটসম্যানরা শট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমরা আমাদের কাজটা ঠিকভাবে করে বাউন্ডারি আটকানোর চেষ্টা করবো। আর এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। প্রত্যেকটা বোলারকে দায়িত্ব নিতে হবে। মোটকথা দারুণ এক দলীয় পারফরম্যান্স দেখাতে হবে আমাদের। আর তাহলেই আমাদের জয় সম্ভব।”