জয়ের সেঞ্চুরিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ যুবারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে ০৮ উইকেটের বিশাল ব্যবধানো হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম তিন ম্যাচে তিন জয় নিয়ে সিরিজ জিতে নিলো যুবারা।

আজ ভোর ৪ঃ৩০ মিনিটে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলী।

প্রথমে ব্যাট করতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল, দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় ওল্লি হোয়াইটের(৬)।তানজিম হাসান সাকিবের বলে কিপারের কাছে দিয়ে ফিরে যান তিনি।দলের পক্ষে ফারগুস লেলম্যান সর্বোচ্চ ১১৬ রানের ইনিংস খেলেন।অন্য কোনো ব্যাটসম্যানই ছুতে পারে নি তিন অঙ্কের ঘর।নির্ধারিত ৫০ ওভারে ০৮ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল।নিউজিল্যান্ডের সর্বোচ্চ ২টি করে উইকেট নেন সাকিব,অভিষেক ও মুরাদ।

জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ব্যাট করতে নেমে ১১ রানে ওপেনার অনিক সরকারের(১) উইকেট হারায়।অন্য ওপেনার তানজিম হাসান ৯০ রানের জুটি গড়েন মাহমুদুল হাসানকে নিয়ে।তানজিম হাসান ৬৪ বলে ৮ চারে ও ১ ছয়ে ৬৫ রানে৷ ইনিংস খেলেন আউট হয়ে যান।সঙ্গী হতে পারেন নি সেঞ্চুরি করা মাহমুদুল হাসানের।তিনি ৯৫ বলে ১৬ চারে ১ ছয়ে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।তাছাড়া তাওহিদ হৃদয় ও অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন।

দু জনের ১২৮ রানের পার্টনারশীপে ৩৬.৫ ওভারে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »