জয়ের বীরত্ব গাঁথা ইনিংসে টানা দ্বিতীয় জয় যুবাদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওডিআই সিরিজে টানা ২য় ম্যাচ জিতলো বাংলাদেশের যুবারা। মাহমুদল হাসান জয়ের ৯৯ রানের ইনিংসে ভর করে টানা ২য় ম্যাচে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টসে জিতে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শামিম-হৃদয়দের দুর্দান্ত বোলিং এ ৫০ ওভারে মাত্র ২৪২ রান করে নিউজিল্যান্ড। ওপেনার থমাস জোরাবের ১১২ রানের ইনিংসে ভর করে এই রান সংগ্রহ করে স্বাগতিকরা।

প্রথম এবং দ্বিতীয় উইকেটে জোড়া অর্ধ শতক রানের জুটি গড়ে নিউজিল্যান্ড। এর পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখেই খেলছিলেন থমাস জোরাব৷ ৪৯ তম ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে জোরাবকে ফেরান পেসার তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ দলের হয়ে ২ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ১টি করে উইকেট শিকার করেছেন সাকিব, শরিফুল, রাকিব এবং শামিম হোসাইন।

২৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩১ রানের মাথায় আউট হন পারভেজ হোসাইন ইমন। এরপর ওপেনার তানজিদ হাসানকে সাথে নিয়ে দ্রুত রান তোলেন মাহমুদুল হাসান জয়। মাত্র ৯৩ বলে ৯৫ রানের জুটি ভাঙেন নিউজিল্যান্ডের লেগস্পিনার আদিত্য অশোক। ৬৩ বলে ৬৫ রান করে ২২ তম ওভারের ২য় বলে কট এন্ড বোল্ড হয়ে ফেরেন তানজিদ।

এরপর তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন জয়। ৪০ ওভারেই ২০০ পার করে বাংলাদেশ যুবারা। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন জয়। ৪৬তম ওভারে জয়ের প্রান্তে এসে ডেভিড হংককের বলে উইলিয়াম ক্লার্কের হাতে ক্যাচ তিয়ে ফেরেন জয়। সমাপ্তি হয় ১২৫ বলে ৯৯ রানের এক বীরত্ব গাঁথা ইনিংসের।

বাকি পথটা পাড় করেন শামিম হোসাইন এবং শাহাদাত হোসাইন। ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন সফরকারীরা। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন জ্যাক ম্যাকেঞ্জি। ১টি করে উইকেট নেন ডেভিড হংকক এবং আদিত্য অশোক।

সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ঃ ২৪২/৬ (৫০) থমাস জোরাব ১১২ (১৪২), ওলি হোয়াইট ৩০(৩৮); মৃত্যুঞ্জয় চৌধুরী ৭-০-৪১-২, শামীম হোসাইন ১০-০-৩৫-১।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ২৪৩/৪ (৪৬.৩) মাহমুদুল হাসান জয় ৯৯(১২৫), তানজিদ হাসান ৬৫(৬৩); জ্যাক ম্যাকেঞ্জি ৭-০-৩৯-২, ডেভিড হংকক ৮.৩-০-৪১-১।

ফলাফলঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৬ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »