জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়। সেই যে প্রথম জয় এলো দ্বিতীয় জয়ের দেখা আর পায়নি টাইগাররা। বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলতে হয়েছে ফেভারিট দুই দল নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে বুক চিতিয়ে লড়াইয়ের মানসিকতা কাজে দিতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামতে যাছহে টাইগাররা। লঙ্কানরা ইংলিশদের তুলনায় কম শক্তিশালী হলেও লাসিথ মালিঙ্গার মত বোলাররা নিজের দিনে ধসিয়ে দিতে পারেন প্রতিপক্ষ দলের ব্যাটিং অর্ডার। সার্বিক দিক হিসেব করলে বাংলাদেশ দল টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটেই রয়েছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয়ের ক্ষুধাটা একটু বেশিই মাশরাফির দলের।

ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেও জানালেন এমনটাই। ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত খেলার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও লরাই করেছি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারিনি আমরা। ভালো খেলে জয়ের ধারায় ফিরতে ছেলেরা মুখিয়ে আছে।’

আগের দুই ম্যাচের উদাহরণ টেনে মাশরাফি বলেন, ‘আগের দুই ম্যাচের মধ্যে অন্তত একটিতে জয় থাকলে হয়তো জবাবের ভাষাটা ভিন্ন থাকতো। সেটা যেহেতু পারিনি তাই এখন খেলা না হলে (বৃষ্টির কারনে) একটু সমস্যায় তো পড়তেই হবে। জয়টা আমদের জন্য খুবই জরুরি। দলের খেলোয়াড়রা জয়ের জন্য মুখিয়ে রয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »