জয়ের জন্য বরিশালের লক্ষ্যমাত্রা ১২৬

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হোম অফ ক্রিকেট মিরপুরে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিপিএলের।

উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ফরচুন বরিশালকে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের প্রথমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের কাপ্তান সাকিব আল হাসান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি চট্রলার ব্যাটসম্যানরা। বরিশালের বোলারদের বিধ্বংসী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান আসে ইংলিশ অলরাউন্ডার ব্যানি হাওয়েলের ব্যাট থেকে।
এছাড়া উইল জ্যাক (১৬), নাঈম ইসলাম (১৫) ও শামিম পাটোয়ারীর ব্যাট থেকে আসে (১৪) রান।

বরিশালের হয়ে বল হাতে আলজারি জোসেফের শিকার ৩ উইকেট। এছাড়া নাইম ২টি, সাকিব ও জ্যেক লিনটট নেন একটি করে উইকেট।

১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামবে আসরের অন্যতম হট ফেভারিট ফরচুন বরিশাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »