জোড়া হার হজম করতে পারছেন না ডু প্লেসিস

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরেছে বিশাল ব্যবধানে। পাশাপাশি বোনাস হিসেবে পেয়েছে হাশিম আমলার ইনজুরি। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও টাইগারদের বিপক্ষে পরাজয় বরণ করে নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের বিপক্ষেও বোনাস হিসেবে পেয়েছে পেসার লুঙ্গী এনগিডির ইনজুরি। তাছাড়া স্থায়ী ইনজুরিতে তো আরেক অভিজ্ঞ ডেল স্টেন আছেনই। সব মিলিয়ে আহত এক দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারের পর টানা দুই ম্যাচে হার হজম করতে পারছেন না প্রোটিয়া অধিনায়ক। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে হার। কেননা এশিয়ার একমাত্র দল হিসেবে বাংলাদেশই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে দুইবার!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে ডু প্লেসিস বলেন, ‘কাজটা আমাদের জন্য আরও একটু জটিল হয়ে গেল। আমাদের দেশ খেলাধুলাকে গর্বের সাথেই গ্রহণ করে। আমরা আমাদের সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারছি না। হয়তো ৬০-৭০ ভাগ দিতে পারছি।’

লুঙ্গীর চোট তাদেরকে বড় ধরণের চাপে ফেলে দিয়েছে বলে প্লেসিস জানান, ‘পরিকল্পনা মত কিছুই হয়নি আজকে। লুঙ্গীর চোট আমাদেরকে আরও বেশি চাপে ফেলে দিয়েছে। তারপরও বলবো আমাদের বাকি বোলিং আক্রমণে ৩৩০ অনেক বেশি রান। এতা কোনোভাবেই ভালো পারফরম্যান্স ছিল না। এটাই আমার উপলব্ধি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »