শোয়েব আক্তার »
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক জস্বসি জেসওয়াল ও ওয়ান ডাউনে খেলতে নামা তিলক বার্মা’র পার্টানরশিপে ঘুরে দাঁড়ানোর চেষ্ঠা করছে বাংলাদেশ। সপ্তম প্রথম উইকেট হারালেও এখন পর্যন্ত আর কোন সাফল্য এনে দিতে পারেন নি বাংলাদেশের বোলার’রা। ৬১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন এ দুই ব্যাটসম্যান।
এর আগে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষ ভারত অনুর্ধ্ব-১৯ দলের উপর প্রভাব বিস্তার করে বোলিং করে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে দলীয় ৯ ও ব্যক্তিগত ২ রানে উদ্ভোধনী ব্যাটসম্যান সাক্সেনাকে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠিয়েছেন একাদশে আজ নতুন যুক্ত হওয়া পেসার অভিষেক দাস। ইনিংসের সপ্তম ও ব্যক্তিগত প্রথম ওভারেই সাফল্য এনে দেন তিনি।
পচেফেস্ট্রুমে গত রাতের বৃষ্টির কথা মাথায় রেখে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। পিচের আদ্রতা কে কাজে লাগাতে অধিনায়ক বল তুলে দেন দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের হাতে। দুজনেই অধিনায়কের আস্থার প্রতিদান দিতে শুরু করেন।প্রথম দুই ওভারে কোন রান নিতে পারে নি ভারত। ইনিংসের প্রথম বাউন্ডারি আসে অষ্টম ওভারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়ার ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে ভারত। সেমি-ফাইনালের সেঞ্চুরিয়ান যস্বসি জেসওয়াল ৬৮ বল থেকে ৪০ ও তিলক বার্মা ৪৮ বল থেকে ২২ রান নিয়ে অপরাজিত আছেন।