নিউজ ডেস্ক »
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে মহাবিপদে পড়েছেন সল্প আয়ের মানুষেরা। পুরো দেশ অঘোষিত লকডাউনে থাকায় খাদ্যসামগ্রী যোগাড় করে জীবিকা নির্বাহ করাটাই এখন মূল চ্যালেঞ্জ।
এদিকে এই মহামারীর সময়টাতে নাটোর জেলার সকল খেলোয়াড়দের কল্যাণে দারুণ এক উদ্যাগ নিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। এই ক্রান্তিকালে উপহার হিসেবে ৩৫০ জন খেলোয়াড়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। উপহারের প্রতিটি প্যাকেটে থাকছে চাল, ডাল, তেল, লবণ, ময়দা, সাবান, আলু এর মত নিত্যপ্রয়োজনীয় জিনিসপাতি।
এ ব্যাপারে নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানান, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে লকডাউন থাকায় নাটোর জেলার খেলোয়াড়রা এবং তাদের পরিবারবর্গ কর্মহীন হয়ে পড়ায় খুব বিপদে পড়ে গিয়েছে। তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য আমরা কিছু সামান্য উপহার তাদের হাতে তুলে দিয়েছি। সামান্য উপহার টুকু যথেষ্ট নয়, আরো অনেকদিন লাইনে থাকতে হবে। এছাড়া নাটোর জেলা ক্রীড়া সংস্থা অনেক বড় বড় খেলার আয়োজন করেছে এবং কোনদিনই নাটোর বাসীর কাছ থেকে কোন টিকিট দিয়ে খেলা দেখতে হবে এমন নিয়ম করি নাই। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে খেলোয়াড়দের এবং তাদের পরিবারের জীবন রক্ষার্থে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানাচ্ছি। আপনাদের সামান্য উপকারে নাটোরের গর্ব, নাটোরের সন্তানেরা বাঁচার সুযোগ পাবে। তাই আসুন আমরা সকলে মিলে খেলোয়াড়দের পাশে দাঁড়াই। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।’