ডেস্ক রিপোর্ট »
আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য অধিনায়ক ঘোষণা করেছে হট ফেবারিট দল জেমকন খুলনা। তারকা বহুল এই দলের অধিনায়ক হয়েছেন বর্তমান জাতীয় দলের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তারকা ক্রিকেটারে ভরা জেমকন খুলনা। ড্রাফটে তারা বেশ ভালোভাবেই দল গুছিয়েছে। সুযোগের শত ব্যাবহারেই করেছে তারা। ‘এ’ গ্রেড থেকে তারা সাকিব আল হাসানের পাশাপাশি টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিতে সক্ষম হয়।
খুলনা সাকিব আর মাহমুদুল্লাহ দুই তারকা একসাথে থাকায় কে অধিনায়ক হবেন সেটা নিয়ে দর্শকরা বেশ আগ্রহী ছিলেন। তবশেষে আজ তারা ঘোষণা করলো যে জেমকন খুলনাকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সাকিব আল হাসান ১ বছরের নিষেধাজ্ঞা শেষ ক্রিকেটে ফিরছেন। তিনি আসন্ন এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। এইদিকে মাহমুদুল্লাহ এতদিন করোনায় আক্রান্ত ছিলেন। গতকাল টেষ্ট করিয়ে তিনি করোনা নেগেটিভ হন। ফলে খেলতে পারবেন পুরো টুর্নামেন্ট।
জেমকন খুলনার স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।
নিউজক্রিকেট/আরআর