নিউজ ডেস্ক »
আইসিসি’র দুর্নীতি বিরোধী ইউনিটের (আকসু) প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন কিছু পরিচিত দুর্নীতিবাজরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। করোনা ভাইরাসের এই সময়টা তারা তাদের উপস্থিতিটাকে কাজে লাগানোর চেষ্টা করছে।
ইংল্যান্ডের গনমাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে আকসু প্রধান মার্শাল এই কথা বলেন। করোনা ভাইরাস সংক্রমনের কারনে ১৫ মার্চ পাকিস্তান সুপার লিগের পর আর কোনো প্রতিযোগিতামূল ক্রিকেট ম্যাচ মাঠে গড়ায় নি।
অ্যালেক্স মার্শাল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টায় পরিচিত দুর্নীতিবাজরা সুযোগ খুঁজছেন যখন ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বেশি ব্যস্ত থাকছে। তারা ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছে যেন তারা পরবর্তীতে একটা তারিখ নির্ধারন করতে পারে।’
এসময় মার্শাল ক্রিকেটারদের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে দূরে থাকার ওপর জোড় দেন। আকসু প্রধান বলেন, ‘করোনা ভাইরাস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে সাময়িকভাবে বাধা গ্রস্থ করছে কিন্তু দুর্নীতিবাজরা কিন্তু ঠিকই তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।’
করোনা ভাইরাসের কারনে ক্রিকেট মাঠের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে তার কোনো নির্দিষ্ট সময়ও নেই।
নিউজক্রিকেট২৪/ এসএমএস