নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল জুলাই মাসের প্লেয়ার অব দ্য মান্থের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে গেল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।
এর আগে প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিল আইসিসি। এই মাসের সেরা হওয়ার দৌড়ে জয়সুরিয়ার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের জনি বেয়রস্টো এবং ফ্রান্সের গুস্তাভ ম্যাকিওন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টে ১১৮ রানে ৬ উইকেট নেয়ার পর, ৫৯ রানে ৬ উইকেট শিকার করেছেন এই স্পিনার। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে অজিদের ইনিংস এবং ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।
এমন পারফরম্যান্সের পর জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই স্পিনার। এমন অর্জনে আনন্দিত তিনি।
জয়াসুরিয়া বলেন,”আমি এই ঘোষণায় আনন্দিত এবং আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে আমাকে ভোট দেয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।”